ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মেঘনায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মেঘনা নদীর আব্দুল্লাহ্চর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি বেহুন্দি জাল জব্দ করেছে গজারিয়া কোস্টগার্ড।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এগুলো জব্দ করা হয়।

পরে সকাল ৯টার দিকে  মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠর রঞ্জন পালের উপস্থিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অন্যদিক তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ও বাল্কহেড মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, মেঘনা নদীর আব্দুল্লাহ্চর এলাকায় জাটকা ধরার খবর পেয়ে বুধবার ভোর রাত ৪টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট ও ৩টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

পরে সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠর রঞ্জন পালের উপস্থিতে জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

পুলিশ জানায়, তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্বর্ণ-কন্যা ড্রেজার, জাহিদ সোবহান বাল্কহেডটি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ড্রেজার ও বাল্কহেডকে মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।