ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে অগ্নিকাণ্ডে মা-মেয়ে দগ্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
রৌমারীতে অগ্নিকাণ্ডে মা-মেয়ে দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় একটি বসতবাড়িতে আগুন লেগে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর পূর্বপাড়া গ্রামের দিনমজুর বাচ্চা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।



দগ্ধরা হলেন-জবেদা খাতুন (৪৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে বিলকিছ বেগম (১৭)। বিলকিছ বেগম উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা এসে আগুন নিভায় এবং দগ্ধ মা ও মেয়েকে উদ্ধার করে রাতেই রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে বিলকিছ বেগমকে  রংপুর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফজলুর রহমান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান মুকুল বাংলানিউজকে জানান, আগুনে দগ্ধ দু’জনের মধ্যে বিলকিছ বেগমের অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে রংপুর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তার মা জবেদা বেগমকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ কলেজ ছাত্রীর বাবা বাচ্চা মিয়া জানান, ঘরের মধ্যে হঠাৎ বিদ্যুতের তারে আগুন লেগেছে দেখে বিলকিছ ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তার হাতে থাকা জ্বালানি তেলের পাত্রে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এবং শরীরে আগুন লেগে যায়। এসময় সন্তানকে বাঁচাতে জবেদা খাতুন এগিয়ে গেলে তিনিও দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।