ঢাকা: নতুন পাতা আর আমের মুকুল জানান দেয় ফাল্গুনের। আর মুকুলের শত্রু শিলা।
থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর যানজট। হঠাৎ এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে আকাশ অন্ধকার করে নামে বৃষ্টি। সাথে শিলা। পানির সাথে কোথাও কোথাও জমে যায় প্রায় চার ইঞ্চি শিলা।
সচিবালয় থেকে স্পেশাল করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ জানান, আকাশ অন্ধকার করে নামে শিলা বৃষ্টি। স্থায়ী হয় সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত। প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে সচিবালয়ের ভেতরে অনেক স্থানে জমে যায় পানি। শিলাও জমে প্রায় ৪ ইঞ্চি পরিমাণ। শিলার তোপে সচিবালয়ের বিভিন্ন আম গাছে আসা মুকুল প্রায় ঝরে গেছে। শিলার চিহ্ন লেগে রয়েছে সচিবালয়ের দালান ও দেয়ালের কোণে।
প্রত্যক্ষদর্শী সিনিয়র সাংবাদিক রফিকুল বাশার বাংলানিউজকে জানান, বছরের এ সময় এমন আকাশ অন্ধকার করে তীব্র শিলা বৃষ্টি আমি কখনো দেখিনি।
সুপ্রিমকোর্ট থেকে সিনিয়র করেসপন্ডেন্ট ইলিয়াস সরকার জানান, তীব্র বৃষ্টিতে সুপ্রিমকোর্টের প্রধান ফটক থেকে বার কাউন্সিল গেট পর্যন্ত সীমানা প্রাচীর ধসে পড়েছে। শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বার কাউন্সিলের সামনে রাখা আইনজীবীদের গাড়িগুলোর কাচও।
গুলশান থেকে সিনিয়র করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন জানান, সকাল ১১টার পর থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয় গুলশান এলাকায়। পরে ঝড়ো বৃষ্টি, সাথে শিলা। হঠাৎ বৃষ্টিতে কর্মব্যস্ত মানুষকে এ সময় ব্যাপক ভোগান্তির শিকার হতে দেখা যায়।
পল্টন থেকে সিনিয়র করেসপন্ডেন্ট মেহেদী হাসান পিয়াস জানান, আকাশ অন্ধকার করে প্রচণ্ড শিলা বৃষ্টিতে রাস্তায় কাদাপানি জমে গেছে। বিপুল পরিমাণে শিলা পড়ায় রাস্তায় শিলার স্তূপ জমে যায়। সাথে সৃষ্টি হয়েছে যানজট।
ইমরান হোসেন নামে একজন সাংবাদিক জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে কাকলী-বনানী থেকে গুলশান পর্যন্ত রাস্তার দু’ধারে যেসব আম গাছ দেখা যায়, তার প্রায় সবগুলোর মুকুল ঝরে গেছে। অসময়ে এই শিলা বৃষ্টিতে হতবাক মানুষ।
এছাড়া রাজধানীর অনেক এলাকায় শিলা বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতি, হালকা জলাবদ্ধতা ও যানজটের খবর পাওয়া গেছে।
রাজধানীর বাইরে বরিশালে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত শিলা বৃষ্টি ও বজ্রপাতের খবর পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম ও খুলনায় মেঘের গর্জনের সাথে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, পূর্বালী লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে।
তারা জানায়, মৌসুমি বায়ু ঊর্ধ্বগামী হওয়ার কারণেও বৃষ্টি হচ্ছে। রংপুর ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। তবে এ ধরনের বৃষ্টি পরিমাপযোগ্য নয়। মৌসুমে শুরুতে এ ধরনের বৃষ্টি এটাই প্রথম। রাতের দিকে আবারও কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসই/ইএস/এমইচপি/এমআইএইচ/আরইউ/আরআই