বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার পাইকড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/আরএম