বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এরা হলেন- উপজেলার বামুনিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আনার আলীর ছেলে রুহুল আমীন (৪২), সাজাপুর এলাকার মোজামের ছেলে জয়নাল (৩০) ও খালপাড়ার ইব্রাহিমের ছেলে আলামিন (২৮)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়।
বুধবার ভোর ও মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/এএ