ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপডন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সাটুরিয়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে আহত ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় যশোরগামী সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৬ সেনাসদস্য আহত হয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।



দুর্ঘটনায় আহতরা হলেন, ল্যান্স করপোরাল তাপস (৪০), সৈনিক জলিল (২৫), সুমন (৩০), বাহাউদ্দিন (৪২), সাইফুল (৩২), হাবিব (২২)। এদের মধ্যে হাবিব নামে এক সেনা সদস্যকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সেনাসদস্য বহনকারী ওই গাড়িটি ঢাকা সেনানিবাস থেকে যশোর সেনানিবাসে যাচ্ছিল। এসময় গাড়িটি নয়াডিঙ্গি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির চালকসহ ৬ সেনাসদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল আলম বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে হাবিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।