ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বৈরী আবহাওয়ায় বরিশালে নৌযান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বৈরী আবহাওয়ায় বরিশালে নৌযান চলাচল বন্ধ ফাইল ফটো

বরিশাল: বৈরী আবহাওয়ার কারণে বরিশালের আভ্যন্তরীণ রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নৌ বন্দর কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আবুল বাশার মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ সময় ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌযান চলাচলে নিষেধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।