বগুড়া: গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে বগুড়ার গাবতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেলার পাঁচ পাইকাড় গ্রামের হুমায়ন কবির (৪২) ও তার স্ত্রী সীমা (৩২)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গাবতলী থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কান্তি কুমার বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/জেডএস