ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে অস্ত্র-গুলিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
তাড়াশে অস্ত্র-গুলিসহ আটক ৩ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার গুল্টা দোগারিয়া পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।



আটক ব্যক্তিরা হলেন, ওই গ্রামের মৃত আলী হাসানের ছেলে আব্দুল মান্নান (৪৬), মো. আফছার আলীর ছেলে মাহমুদ আলী মিঠু (৪০) ও গোলাম রব্বানী (৫৮)।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিয়াজ মোহাম্মদ ফয়সাল দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দু’টি মোবাইল ও নগদ চার হাজার চারশ’ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে গিয়ে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।