রৌমারী (কুড়িগ্রাম): পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মরিয়ম খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ ঘরে খুন হন ওই গৃহবধূ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদে হযরত আলী খুনের কথা স্বীকার করেছে। তিনি জানিয়েছেন একটি ধারালো দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেছেন।
এদিকে, হযরত আলীর দুই স্ত্রী। মরিয়মের খাতুনের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মরিয়মের ছেলে বিপ্লব (১৫) ও শামিম (১৩) জানায়, তার মাকে প্রায়ই নির্যাতন করতেন তার বাবা। সকালে তারা দুই ভাই প্রাইভেট পড়তে যায়। এ সুযোগে তার মাকে খুন করা হয়। এ ঘটনার পেছনে তার সৎ মায়ের হাত রয়েছে বলে তাদের দাবি।
ওসি সাজেদুল ইসলাম আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, গত শনিবার থেকে মরিয়মের মেয়ে হোসনেয়ারা (১৮) বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় মঙ্গলবার মরিয়ম খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনার সঙ্গে মরিয়ম হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে স্থানীয়দের দাবি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর