ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যাত্রীবাহী বাস চাপায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সাভারে যাত্রীবাহী বাস চাপায় নারী নিহত ছবি : প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাস চাপায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারী (৩০) নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।



সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সাভায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।