ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় অপহৃত উদ্ধার, পুলিশসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সাতক্ষীরায় অপহৃত উদ্ধার, পুলিশসহ গ্রেফতার ৪

সাতক্ষীরা: সাতক্ষীরায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় এক পুলিশ সদস্যসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই সময় উদ্ধার করা হয়েছে অপহৃত সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীকে।



যশোরের শার্শা উপজেলার কাজিরবিল থেকে মঙ্গলবার গভীর রাতে ওই ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করা হয়। পরে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সাতক্ষীরায় নিয়ে আসা হয়।

অপহৃত ব্যবসায়ীর নাম- আব্দুস সেলিম (৩৫)। তিনি কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এছাড়া গ্রেফতার অপহরণকারীরা হলেন- কালিগঞ্জের বাথুয়াডাঙ্গা গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে পুলিশ সদস্য বেলাল হোসেন (৪১), যশোরের শার্শা উপজেলার কাজিরবিল গ্রামের আকরাম হোসেনের ছেলে রবিউল ইসলাম (২২), একই উপজেলার যাদবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩২) ও সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের মুনসুর আলীর ছেলে তুহিন হোসেন (৩৫)।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভোমরা বন্দর এলাকা থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী আব্দুস সেলিমকে অপহরণ করে নিয়ে যায় একদল অপহরণকারী। ওই ব্যবসায়ীর পরিবারের অভিযোগে ভিত্তিতে ডিবি পুলিশ অভিযানে নামে। দীর্ঘ ৪০ ঘণ্টা অভিযানের পর যশোরের শার্শা উপজেলার কাজিরবিল থেকে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বেলাল হোসেন নিজেকে পুলিশ সদস্য বলে দাবি করেছেন। বিষয়টি নিশ্চিত হতে তার কর্মস্থল খাগড়াছড়িতে তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।