বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মদ্যপ ৪ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।
এরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার মাস্টারপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে রাব্বি (১৯), বড়ধাপ এলাকার আহমেদ আলীর ছেলে গুলজার রহমান (৩০), ধাপ সুখানগাড়ীর তুমজের প্রামাণিকের ছেলে মিশু (৩৫) ও আটালিয়া পশ্চিমপাড়ার আব্দুল আজিজের ছেলে জাকির হোসেন (৩০)।
দুপচাঁচিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/পিসি