যশোর: মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল পরীক্ষার মানবণ্টনে নতুন পদ্ধতি বাতিলের দাবিতে মানবন্ধন করেছে যশোরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করা চলবে না’, ‘৭টা সৃজনশীল মানব না, লিখব না’, ‘৭টি সৃজনশীল লিখছি না, লিখব না’ নানা প্ল্যাকার্ড বহন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বর্তমান পদ্ধতিতে প্রতিটি বিষয়ে দুই ঘণ্টায় তাদের ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এজন্য সময় বৃদ্ধি করা হয়েছে ১০ মিনিট। এতো অল্প সময়ে সাতটি প্রশ্নের উত্তর দেওয়া কষ্টকর।
মানববন্ধনে যশোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল বিদ্যালয়, বাদশা ফয়সাল মাধ্যমিক বিদ্যালয় ও প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর