ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে আহম্মদ হোসেন শান্ত নামে এক অটোকিরশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির আঙিনা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি মুন্সিপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শান্তর স্ত্রী সপ্তাহখানেক আগে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই ছিলেন। বুধবার সকালে পাশের বাড়ির এক নারী আঙিনায় কাউকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন।

এতে আশপাশের লোকজন ছুটে এসে শান্তকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, শান্তর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।