ঢাকা: বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং কর্মীদের ভিসা প্রদান অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সিঙ্গাপুর সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর সিটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।
তিনি জানান, বিগত দুই দশকে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং সেবা খাতে প্রায় ১ লাখ ৬০ হাজার দক্ষ কর্মী নিয়োগ দিয়েছে।
‘এরমধ্যে ২০১৫ সালে ৫৫ হাজার ৫২৩ জন কর্মী সিঙ্গাপুরে গেছেন এবং তারা প্রায় ৪০৭ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন। কর্মী নিয়োগ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে মন্ত্রী দেশটি সফর করছেন। ’
সফরকালে অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রীর সঙ্গে একটি দ্বি-পক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে মন্ত্রীর। বৈঠককালে মন্ত্রী দু-দেশের মধ্যে কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তারা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলে আছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. নিজাম উদ্দিন, যুগ্মসচিব মো. আকরাম হোসেন, মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শফিকুল ইসলাম।
সফর শেষে ২৮ ফেব্রুয়ারি মন্ত্রীর দেশে ফেরার কথা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমএ