ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পুরোহিত হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পুরোহিত হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যার প্রতিবাদে ও  জড়িতদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঠাকুরগাঁও জেলা শাখা শহরের চৌরাস্তা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।



এতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসকন ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক গৌতম ব্রহ্মচারী, জেলা জাতীয় পার্টির  সিনিয়র সহ সভাপতি সোলেমান আলী, প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।

বক্তারা মহারাজা যজ্ঞেশ্বর হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে মহারাজ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা ও গোপাল চন্দ্র রায়কেও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।