পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা ও গোপাল চন্দ্রকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন দেবীগঞ্জ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দেবীগঞ্জ কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান, উপাধ্যক্ষ উমাপতি রায়, সহকারী অধ্যাপক নাসিরউদ্দিন চৌধুরী, আবু বাকের, গোলাম রব্বানী, প্রভাষক নাজমুন নাহার, গোলাম কিবরিয়া, শিক্ষার্থী শাপলা আখতার ও যাদব কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে যজ্ঞেশ্বরের হত্যাকারী এবং গোপাল চন্দ্রকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর