ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও টাঙ্গন নদীর বালুচর থেকে শান্ত (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের টাঙ্গন নদীর পাড়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কী আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ