টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ আহত হয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী সালমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী কাপড় বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ