ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকা থেকে শাহানাজ বেগম (২৭) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে এ বিষয়টি জানান।
তিনি বলেন, নিহত নারী ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। বাসার বাড়িওয়ালার কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, বাড়িওয়ালার কাছ থেকে জানতে পেরেছি তার স্বামীর নাম মহসিন গাজী। গতমাসে ওই বাসা ভাড়া নেন তারা। তাদের গ্রামের রাজবাড়ি সদর থানা এলাকায়।
ওসি লুৎফর রহমান আরও বলেন, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/ওএইচ/এএ