ঢাকা: সরকারি তিতুমীর কলেজে অনার্স পরীক্ষায় বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কমপক্ষে ৮ জনকে আটক করেছে বনানী থানা পুলিশ।
বুধবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিতুমীর কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ধরতে কলেজের ছাত্রাবাসে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে ৮ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পিসি/
** তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা