ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপিতে যুক্ত হচ্ছে ৭,১৩৯ সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ডিএমপিতে যুক্ত হচ্ছে ৭,১৩৯ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা মহানগরের নিরাপত্তা জোরদারে নতুন সৃষ্ট ১৩ হাজার ৮৮৮টি পদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৭ হাজার ১৩৯টি পদ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের (গাইবান্ধা-৪) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।


 
প্রধানমন্ত্রী জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন ৫০ হাজার পদ সৃজনের বিষয়ে গত ১১ জানুয়ারি ২০১৫ তারিখে নীতিগত অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে বিভিন্ন ইউনিটের জন্যে ১৩ হাজার ৮৮৮টি পদ সৃজন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে বাকি পদ সৃজন করা হবে।
 
ঢাকা মহানগরের নিরাপত্তা জোরদার করতে নতুন সৃষ্ট ১৩ হাজার ৮৮৮টি পদের মধ্যে ডিএমপির জন্য ৭ হাজার ১৩৯টি পদ সৃজন করা হয়েছে। এসব পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান সংসদ নেতা শেখ হাসিনা।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।