বগুড়া: স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েলের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী গ্রুপ কমিটির সভাপতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা রোভারের আয়োজনে সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
জেলা রোভারের কমিশনার কেবিএম মুসার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শামস-উল-আলম।
অনুষ্ঠানে জেলা রোভারের সম্পাদক আব্দুস ছামাদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এলটি অধ্যক্ষ আব্দুল মজিদ ও অধ্যক্ষ হামিদুল হক, পরিমল, হারুন, সিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলার ৫২টি কলেজের অধ্যক্ষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/জেডএস