রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পাঁচজনের জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার যাত্রামুড়া, দক্ষিণ রূপসী, নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের তারাব জোনাল অফিসের ডিজিএম শাহজাহান ফকির, বিলিং সুপারভাইজার আব্দুল আউয়াল তালুকদারসহ আরো অনেকে।
পল্লী বিদ্যুতের তারাব জোনাল অফিসের ডিজিএম শাহজাহান ফকির বাংলানিউজকে জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে যাত্রামুড়া এলাকার ওয়াসিম ভূঁইয়াকে ৭৬ হাজার ২৫২ টাকা, আনোয়ারা বেগমকে এক লাখ ২১ হাজার ৭০২ টাকা, নোয়াপাড়া এলাকার তারেক মিয়াকে তিন লাখ ৬৪ হাজার ১০৬ টাকা, দক্ষিণ রুপসী এলাকার মোতালিব মাস্টারকে এক লাখ ৮২ হাজার ৫০৪ টাকা ও ইন্নত আলীকে সাত লাখ ৪১ হাজার ৩৮০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া তাৎক্ষণিকভাবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ