বগুড়া: যৌতুকের দাবিতে বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় স্ত্রী দিনা বেগমকে (২৪) পিটিয়ে হত্যা করেছে তার স্বামী আলামিন। বুধবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের কানছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় ৬ বছর আগে শহরের কাটনারপাড়ার হাবলু মিয়ার মেয়ে দিনা বেগমের সঙ্গে আলামিনের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী আলামিন প্রচার চালায়। খবর পেয়ে দিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এরই মধ্যে পালিয়ে যান স্বামী আলামিন।
নিহতের বাবা হাবলু মিয়া অভিযোগ করে বলেন, আলামিন যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে মারপিট করতো। কিন্তু দু’টো সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মেয়ে সংসার করছিলো। তিনি দিনাকে পিটিয়ে হত্যা করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জানান, নিহতের শরীরের অনেক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে বাবা হাবুল মিয়াও। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই সবকিছু জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/পিসি