ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরের পিপি নিয়োগ নিয়ে হাইকোর্টে রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
রংপুরের পিপি নিয়োগ নিয়ে হাইকোর্টে রুল

ঢাকা: কোন কর্তৃত্ববলে আইনজীবী আব্দুল মালেক রংপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে মামলা পরিচালনা করছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



চার সপ্তাহের মধ্যে আইন সচিব, আইন মন্ত্রণালয়ের সলিসিটর ও আব্দুল মালেককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. শওকত আলী।

তিনি সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৫ নভেম্বর আইন মন্ত্রণালয় আব্দুল মালেককে পিপি হিসেবে নিয়োগ দেন। ‘লিগ্যাল রিমেম্বারেন্স, ম্যানুয়েল ১৯৬০ এর ১৯ ধারার চ্যাপ্টার ২ এ বলা হয়েছে- একজন পাবলিক প্রসিকিউটর পদে ৬০ বছরের বেশী বয়স হলে অবসরে যেতে হয়। কিন্তু আব্দুল মালেকের বয়স প্রায় ৬৩ বছর। এরপরও তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। যা অবৈধ।
 
এ কারণে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট চার সপ্তাহের রুল জারি করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।