ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

১০ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
১০ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ দেশের ১০টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আরও অনেক নামকরা বিশ্ববিদ্যাল তাকে ডক্টরেট ডিগ্রি দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও ৮টি আন্তর্জাতিক পদক লাভ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সেগুলো হলো- ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, রাশিয়ার স্টেট ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ ও পিপলস বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় ও ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ডান্ডি এবারটে বিশ্ববিদ্যালয় এবং জাপানের ওয়াসিডা বিশ্ববিদ্যালয়।
 
জনগণের জন্য কাজ করার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী যেসব সম্মানজনত স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয় সেগুলো হলো- চ্যাম্পিয়ন্স অব আর্থ, মাদার তেরেসা পদক, মহাত্মা গান্ধী পদক, সেরেস পদক, এমডিজি পুরস্কার, ইন্ধিরা গান্ধী শান্তি পুরস্কার, সাউথ-সাউথ পুরস্কার ও পিস ট্রি।
 
সংসদে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মোট ১৩টি দেশে যথা গ্রিসের অ্যাথেন্স, ইতালির মিলান, ভারতের মুম্বাই, তুরস্কের ইস্তাম্বুল, পর্তুগালের লিসান, চীনের কুনমিং, লেবাননের বৈরুত, মেক্সিকোর মেক্সিকো সিটি, ব্রাজিলের ব্রাসিলিয়া, মরিশাসের পোর্ট লুইস, ডেনমার্কের কোপেনহেগেন, পোল্যান্ডের ওয়ারশ এবং অস্ট্রিয়ার ভিয়েনায় নতুন মিশন খোলা হয়েছে।
 
এছাড়া আরও ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, রুমানিয়ার বুদাপেস্ট, আলজিরিয়ার আলজিয়ার্স, আফগানিস্তানের কাবুল, সুদানের খার্তুম, সিয়েরালিওনের ফ্রিটাউন ও ভারতের গৌহাটিতে নতুন মিশন খোলার প্রক্রিয়া চলামান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬/আপডেট: ১৭৫২ ঘণ্টা
এসএম/এমজেএফ

** ডিএমপিতে যুক্ত হচ্ছে ৭,১৩৯ সদস্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।