ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে আফ্রিকান নারীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
চৌদ্দগ্রামে আফ্রিকান নারীর আত্মহত্যা

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন তেসা দিনকা জামান (২৬) নামে দক্ষিণ আফ্রিকান ‌এক নারী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের দেবিপুর গ্রামে শ্বশুরবাড়িতে বিষপান করেন তেসা।

দুপুরে ঢাকা নেওয়ার পথে দাউদকান্দির গৌরিপুর সড়কে তার মৃত্যু হয়।

মৃত তেসা দক্ষিণ আফ্রিকার নাগরিক। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দেবিপুর গ্রামের মো. হাসানুজ্জামানের স্ত্রী। তাদের ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

৫ বছর আগে দক্ষিণ আফ্রিকাতে বিয়ে করেন তারা। গত দুই মাস আগে স্বামীর সঙ্গে বাংলাদেশে আসেন তেসা।

স্থানীয় সূত্র জানায়, ভোরে তেসা সবজি খেতে দেওয়ার জন্য রাখা বিষপান করেন। প্রথমে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুরে উন্নত চিকিৎসার ঢাকায় নেওয়ার পথে গৌরিপুর এলাকায় তেসার মৃত্যু হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মোসলেহ উদ্দিন বাংলানিউজকে জানান, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃতদেহ  ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।