যশোর: যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নে তথ্য অধিকার ক্যাম্প ও পরবর্তী অভিজ্ঞতা বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তৃণমূল মানুষের তথ্য অধিকার বিষয়ে সচেতন করতে গত বছরের ২২ আগস্ট এমআরডিআই ও জাগ্রত নাগরিক কমিটি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচদিনের ক্যাম্প করে। ওই ক্যাম্পে ৩০ জন অংশ নেন।
তিনি আরো জানান, সেই ক্যাম্প ও ফলোআপ ক্যাম্প থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ যে ধরনের সুবিধা পেয়েছেন-তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
ওই কর্মসূচির মাধ্যমে স্থানীয়রা মোট ৫৮টি আবেদন করেছেন। এর মধ্যে সরকারি দফতরে আবেদনের সংখ্যা ছিল ৫০। আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তথ্য পেয়েছেন ৩৯ জন, আংশিক ও ভুল তথ্য পেয়েছে সাতজন এবং তিনজনকে তথ্য দেওয়ার প্রক্রিয়া চলছে।
তথ্য না পেয়ে কমিশনে আপিল করেন ১৫ জন। পরে সেখান থেকে তথ্য পেয়েছেন ১০ জন।
সংবাদ সম্মেলনে বলা হয়, তথ্য অধিকার আইন সংক্রান্ত ক্যাম্পের কারণে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান বেড়েছে, পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করায় একজন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন, সিংহঝুলি ইউনিয়ন পরিষদে ১৬টি আবেদন করে সব ক’টির তথ্য পেয়েছেন স্থানীয়রা। সর্বোপরি সেইসব তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণগুলো দেয়াল লিখন ও ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআই