বেনাপোল (যশোর): বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও মাদক মামলায় তিন বছর কারাভোগ শেষে যক্ষি মাঝি নামে ভারতীয় এক নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ফেরত পাঠানো যক্ষি মাঝি ভারতের উড়িষ্যার নড়াঘাটের সজোপতি গ্রামের ডেঙ্গাসা মাঝির ছেলে।
পুলিশ জানায়, তিন বছর আগে যক্ষি মাঝিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে গাঁজা উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
পরে তাকে অনুপ্রবেশ ও মাদক বহনের অপরাধে তিন বছরের সাজা হয়। সাজা শেষে বুধবার তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
গোপালগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদৎ হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর