ঝালকাঠি: যাচাই-বাছাই শেষে ঝালকাঠির নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এবং রাজাপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এক চেয়ারম্যান প্রার্থীসহ মোট সাতজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বালিত হয়েছে।
এরা হলেন, নলছিটির বিএনপির চেয়ারম্যান প্রার্থী কুলকাঠি ইউনিয়নে মজিবর রহমান, রানাপাশা ইউনিয়নে আব্দুর রশিদ, নাচনমহল ইউনিয়নে মহাসিন সিকদার, সিদ্ধকাঠি ইউনিয়নে নুরুল আলম গিয়াস মাঝি, মোল্লারহাট ইউনিয়নে আব্দুস সালাম, দপদপিয়া ইউনিয়নে নাসির উদ্দিন এবং রাজাপুরের গালুয়া ইউপির ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী আল-আমিন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) মনোনয়পত্র বাছাইয়ের শেষ দিনে এদের মনোনয়পত্র বাতিল করে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা।
এদিকে উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের এখন পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পথে।
এরা হলেন-কুলকাঠি ইউনিয়নের আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহল ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মোল্লাহাট ইউনিয়নের কবির হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়নে জেসমিন আরা ওবায়েদ, রানাপাশা ইউনিয়নের মাসুদুর রহমান সালাম।
নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম ও রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী এ তথ্য জানান।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের অভিযোগ, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে কারসাজি করে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ইউপি নির্বাচনে ঝালকাঠিতে ৩১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩২৩ ও সাধারণ কাউন্সিলর পদে ১০২৮ জন মনোনয়নপত্র জমা দেন। তবে নলছিটি ছাড়া অন্য তিন উপজেলায় চেয়ারম্যান পদে কারো মনোনয়নপত্র বাতিল হয় নি।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ