ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে ১০ ব্যক্তিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে ১০ ব্যক্তিকে জরিমানা ছবি: প্রতীকী

গাজীপুর: চুরি করে ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে গাজীপুরে ১০ ব্যক্তিকে ১০ লাখ ৩৩ হাজার ৪৬৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নি ওই ১০ জনের জরিমানার আদেশ দেন।



গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা, হায়দারাবাদ ও মারিয়ালিসহ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় মিটার বাইপাস ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে লক্ষ্মীপুরা এলাকার সাখাওয়াত হোসেনকে দুই লাখ ৩০ হাজার ৩২৪ টাকা, মারিয়ালি এলাকার শহিদুল ইসলামকে ৪০ হাজার ৭২০ টাকা, গিয়াস উদ্দিনকে ৪০ হাজার ৭২০ টাকা, মো.  মাসুদকে ৪০ হাজার ৭২০ টাকা, মো. হাকিমকে ২৩ হাজার ৪৮৩ টাকা, বিলাশপুর এলাকার সামছুল আলীকে ৮০ হাজার ৯৩৯ টাকা, হায়দারাবাদ এলাকার বাবুল হোসেন রনিকে এক লাখ ৩৮ হাজার ৩৯৪ টাকা, বাছের উদ্দিনকে এক লাখ ৩৮ হাজার ৩৯৪ টাকা, মো. মানিক মিয়াকে এক লাখ ৩৮ হাজার ৩৯৪ টাকা এবং বিআইডিসি রোড এলাকার মো. মাসুদ সরকারকে এক লাখ ৬১ হাজার ৩৭৭ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।