টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে চারজন হলো।
এ ঘটনায় আহত পাঁচজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, বাসাইল উপজেলার আবু আহম্মেদ মিয়ার ছেলে রাজু আহম্মেদ (৩৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আফজালপুরের আব্দুর রহমান (৫০), একই উপজেলার সোহাগপুরের আবু বক্করের ছেলে খাদেম (৩৫)। তবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী সালমা পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে জোকারচরে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী কাপড়বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়। আহত হয় ছয়জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর
** কালিহাতীতে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩