ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে ৪ শিশু হত্যা

আদালতে আরজু মিয়ার স্বীকারোক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আদালতে আরজু মিয়ার স্বীকারোক্তি

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে অপহরণের পর বালুচাপা দিয়ে ৪ শিশু হত্যার ঘটনায় আটক আরজু মিয়া (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার উল আলমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রিমান্ডে থাকা আরজু।



এদিন বিকেল ৩টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত তার  জবানবন্দি গ্রহণ করা হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এরআগে ২১ ফেব্রুয়ারি অপর আসামি জুয়েল মিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ খন্দকারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই শিশুদের অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুচাপা দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।