মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বজ্রপাতে আব্দুল কাদির (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার হাকালুকি হাওরে বাবনের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল কাদির উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মাঝেরবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল কাদির হাকালুকি হাওরে বাবনের কান্দি এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভুকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. মাসুক মিয়া বাংলানিউজকে, হাওরে কাজে যাওয়া অন্যান্যরা আব্দুল কাদিরের মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর/