ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে ঝড়েছে শিলা বৃষ্টি। কোথাও কোথাও শিলা বৃষ্টির সঙ্গে হয়েছে বজ্রপাত।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবারও (২৫ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে, তবে বিকেলের পর আর বৈরী আবহাওয়া থাকবে না।
রাজধানীতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মুষলধারে বৃষ্টি হলেও বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় বৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বেলা ১১টা ৪৮ মিনিটে শুরু হয় শিলা বৃষ্টি।
ঢাকায় ৩৩ কিলোমিটার বেগে বাতাসে ও শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে মানুষ আহত হন। খিলক্ষেত এলাকায় বিলবোর্ড পড়ে একজন আহত হয়েছেন। শহীদ মিনার এলাকায় শিলাবৃষ্টিতে ১৪ জন আহত হয়েছেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডা’র কর্মীরা সেখানে আমরণ অনশনে ছিলেন।
সাতক্ষীরাও শিলা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেখানে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বরিশালে বৃষ্টির সঙ্গে বাতাসের গতিবেগ ছিল ৬৫ কিলোমিটার। সেখানে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
খুলনায় ৩৭ মিলিমিটার, ভোলায় ১৫ মিলিমিটার, ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বেলা তিনটা পর্যন্ত। এছাড়াও রাঙ্গামাটি, পতেঙ্গা, সন্দ্বীপ, শ্রীমঙ্গল, মংলায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতরের একজন ডিউটি অফিসার বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়া বৃহস্পতিবার বিকেলের পর আর থাকবে না, ক্রমশ বৃষ্টিপাতও কমে যাবে।
পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমআইএইচ/জেডএস
** রাজধানীতে শিলাবৃষ্টিতে আহত ২০
** হঠাৎ শিলাবৃষ্টিতে নাগরিক ভোগান্তি, ঝরলো মুকুল