জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরের বউকে এত ভয় পান জানা ছিল না!
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে ফখরুল ইমাম স্পিকারের উদ্দেশে বলেন, মাননীয় স্পিকার ভয়ে করবো, না নির্ভয়ে করবো?
এরপর প্রশ্ন রেখে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, যুগটা হলো, নারীর ক্ষমতায়নের যুগ। আমাদের অবস্থা হলো- মনীষীরা বলেছেন, ‘পৃথিবী যদি বদলাতে চাও, বিয়ের আগে বদলাও।
তার এ প্রশ্ন শুনে অধিবেশন সভাপতির আসনে বসা স্পিকার বলেন, মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্ন তো সম্পূরক নয়।
এরপর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, তিনি (ফখরুল ইমাম) যে তার বউকে এত ভয় পান, এটা আমরা জানতাম না। তবে ভাগ্য ভালো, তিনি তার ঘরে পুলিশি পাহারার কথা বলেননি।
প্রধানমন্ত্রী আরও বলেন, পৃথিবীকে আসলে কেউ বদলাতে পারেন না। জীবন বদলাতে পারে। ঘরে আপনি চ্যানেল বদলাতে পারেন না- এটা তো সমঝোতা করে নেওয়া যায়। কে কখন কতটুকু সময় টেলিভিশন দেখবেন। যিনি আপনার ঘরের কর্ত্রী তার সাথে বসে একটা সমঝোতা করে নেন। যাতে চ্যানেল বদলানো নিয়ে কোনো সংঘাত না হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসকে/এসএম/এমজেএফ/