ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ চেষ্টা মামলায় ১১ বছরের শিশু গ্রেফতার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ধর্ষণ চেষ্টা মামলায় ১১ বছরের শিশু গ্রেফতার! ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আফজাল হোসেন  নামে ১১ বছর বয়সী এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

বিকেলে আদালতের মাধ্যমে আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।



ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বুধবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি)  সকালে রাজশাহীর বোয়ালিয়ার মতিয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিশুকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে ভিকটিম সার্পোট সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তার স্বাস্থ্য করা পরীক্ষা হবে।

মামলার এজাহার উল্লেখ করে ওসি শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার সকালে রাজশাহীর মতিয়াবিল মারিয়া এলাকায় নিজ বাড়িতে খেলা করছিল আড়াই বছর বয়সী মেয়েটি। এ সময় পাশের বাড়ির ইয়াজুলের ছেলে আফজাল শিশুটিকে তাদের বাড়ি নিয়ে যায়। পরে ঘরের মধ্যে ধর্ষণ চেষ্টা চালায়।

এ সময় ঘরে তাদের সঙ্গে থাকা আরও দুই শিশুকে বের করে দেয় আফজাল। তাদের মধ্যে একটি শিশু গিয়ে বিষয়টি ওই মেয়েটির মাকে জানায়। এ সময় তিনি মেয়েকে উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।