ঢাকা: ‘প্রতিবন্ধীরা সাহসী, বাধা বিজয়ী’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড.মশিউর রহমান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে ইন্সটিটিউট অব কমিউনিকেশন স্টাডিজের (আইসিএস) সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে আইসিএসের আয়োজনে ও সাইট সেভারস এর সহযোগিতায় ২০ জন শারীরিক প্রতিবন্ধীকে সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।
ড. মশিউর বলেন, মেধার সঙ্গে প্রতিবন্ধিতার কোনো সম্পর্ক নেই। প্রতিবন্ধীদের সঙ্গে সমাজের দূরত্ব সৃষ্টি হয় যদি পরিবারটি দুর্বল হয়।
তিনি বলেন, প্রযুক্তি মানুষের সক্ষমতা বাড়িয়ে দেয়। তাই এ যুগে প্রতিবন্ধীদের সঙ্গে সমাজের দূরত্ব সৃষ্টির সুযোগ নেই।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান বলেন, প্রতিবন্ধীরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে। কিন্তু মানসিক বৈকল্য থেকে আমরা ভেদাভেদ সৃষ্টি করি।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের অংশ। তাদের শনাক্ত করতে হবে, কিন্তু আলাদা করে দেখার কিছু নেই। শুধু সাংবাদিকতা নয় সব মাধ্যমেই তাদের যুক্ত করা উচিত।
প্রশিক্ষণে মেন্টর হিসেবে দায়িত্ব পালনকারী বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর হেড অব নিউজ মাহমুদ মেনন বলেন, বাংলানিউজে বড় একটি ক্যানভাস রয়েছে, এখানে যে কেউ যুক্ত হতে পারে।
তিনি বলেন, প্রতিবন্ধী হলেও তারা খুবই ভালোভাবে সাংবাদিকতার বিষয়গুলো রপ্ত করেছে। এ ধরনের প্রোগ্রাম ভবিষ্যতেও চালু রাখা গেলে সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের জন্য একটি আলাদা প্লাটফর্ম তৈরি করতে হবে, যেখানে শুধু তারাই কাজ করবে। তাদের পিছিয়ে পড়া হিসেবে দেখতে চাই না।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর প্লানিং এডিটর সুব্রত বর্মণ। স্বাগত বক্তব্য দেন আইসিএসের নির্বাহী পরিচালক শামীম আরা শিউলি।
প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রামের সাবরিনা সুলতানা ও ঝিনাইদহের সুমন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইট সেভারস এর কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরইউ/আরআই