ঢাকা: রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় ভবন থেকে পড়ে মো. সাব্বির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাবার নাম রবিউল আলম।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা রবিউল আলম জানান, সে একটি প্রাইভেট কলেজের ছাত্র। সন্ধ্যায় ভবন থেকে পড়ে গিয়ে আহত হয়। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হোসেন বাংলানিউজকে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/ওএইচ/জেডএস