ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিরিয়ানি খেয়ে মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
লক্ষ্মীপুরে বিরিয়ানি খেয়ে মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি-জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালে ব্র্যাকের স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারে দেওয়া বিরিয়ানি খেয়ে লিটন নামে এক যুবকের মৃত্যু ও পাঁচজন চিকিৎসকসহ সাতজন অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সির্ভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূইঁয়া হাসপাতালের অসুস্থদের দেখতে যান এবং সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।



বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরজ্জামান ‘নাছির বিরানি হাউজ’এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া বলেন, মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন ও নাছির বিরানি হাউজ সিলগালা এবং ওই বিরানি হাউজের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খাবারের সঙ্গে বিষাক্ত কোনো দ্রব্য মিশানো হয়েছিলো নাকি বা পচাঁ-বাসি খাবার সরবরাহ করা হয়েছিলো তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেমিনার কক্ষে ব্র্যাক স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে লক্ষ্মীপুর শহরের ‘নাছির বিরানি হাউজ’ থেকে বিরিয়ানি এনে আপ্যায়ন করানো হয়। খাবার খাওয়ার পর থেকে অনেকেই বমি করতে থাকেন এবং ডাইরিয়ায় আক্রান্ত হন। এদের মধ্যে পাঁচজন চিকিৎসকসহ সাতজন সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সেমিনার থেকে পাওয়া বিরিয়ানির একটি প্যাকেট এক ডাক্তার আয়া পারুল বেগমকে দেন। পারুল বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে তার স্বামী লিটনকে খাওয়ান। এরপর রাতে লিটন ডাইরিয়াসহ বমি করতে শুরু করেন। একপর্যায়ে সকাল ৮টার দিকে লিটনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।