ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরের কোর্ট স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।



রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আহমদ বাংলানিউজকে জানান, বিকেলে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন খবর দিলে তার মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তবে ঘটনাস্থলের আশপাশের কয়েকজন ব্যক্তি জানান, নিহত ব্যক্তি গুড় বিক্রেতা ছিলেন। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তবে তারা কেউ ওই ব্যক্তিরর সঠিক পরিচয় বা নাম-ঠিকানা বলতে পারেনি।

বাংলাদেশ সময় : ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।