ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঁঞায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
দাগনভূঁঞায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

ফেনী: ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্ধুরপুর ইউনিয়নে বিদেশি পিস্তল, ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও চার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিন্ধুরপুর ইউনিয়নের অলাতলী গ্রামের রিসান ব্রিক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



সাইফুল ইসলাম একই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছে।  

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় আরো একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।