ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লামায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে কুমারী সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
লামায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে কুমারী সেতু

বান্দরবান: সংস্কারের জন্য বান্দরবানের কুমারী সেতুটি ৪৮ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বান্দরবানের লামা-আলীকদম উপজেলা ও কক্সবাজারের চকরিয়া সড়কের সংযোগকারী এ সেতুটি বন্ধ থাকবে।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ জানায়, সংস্কার কাজ শেষ হলে সেতুটি যথারীতি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

স্থানীয়রা জানান, লামা-আলীকদম উপজেলার সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম লামা উপজেলার ফাসিয়াখালি এলাকায় অবস্থিত এ কুমারী সেতু। ৪৮ ঘণ্টা সেতুটি বন্ধ থাকলে লামা-আলীকদম উপজেলার সঙ্গে কক্সবাজার ও বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়বে এ সড়কে যাতায়াতকারী জনগণ।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী মোহাম্মদ ইউছুফ বাংলানিউজকে বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় জনসাধারণের যাতায়াতে সাময়িক অসুবিধা হবে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।