ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রলার ডুবি

দুইজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
দুইজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গারেশ্বর এলাকার জয়নব মিয়ার ছেলে মো.তালেব (৫০) ও একই এলাকার নেজাব ওরফে নিজাম(৩০)।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় মো. তালেব  ও সাড়ে ৭টায় নিজামের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবার বাড়ি উল্লাপাড়া গারেশ্বর এলাকায় বলে জানা গেছে।

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ’র উপপরিচালক জহিরউদ্দিন চৌধুরী। তিনি বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের উদ্ধার কাজ চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বাংলানিউজকে জানান, সন্ধ্যা সোয়া ৬টায় মো. তালেব (৩৫) ও রাত সাড়ে ৭টায় নেজাব ওরফে নিজামের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পিসি

** একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫
** ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।