ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় উপজেলার পাটখাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বাসাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল আহম্মেদ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীমুখী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন।

এ ঘটনায় আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।