ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

২৩ প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
২৩ প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা: ধার্যকৃত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে ২৩ প্রতিষ্ঠানের মালিককে প্রায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার(২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।



জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযানে ৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অধিদফতরের সহকারী পরিচালক আফরোজা রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধিদফতর সূত্র জানায়, রাজধানী ঢাকা, জামালপুর, রাজবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা ও কুড়িগ্রামে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন অপরাধে ২৩ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে এক লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সূত্র আরও জানায়, রাজধানীর উত্তরা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ধার্যকৃত দামের বেশি পণ্য বিক্রির দায়ে বিক্রমপুর মিষ্টান্ন সুইটস ও সিলিং কনফেকশনারীর মালিককে ২০ হাজার টাকা করে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-পণ্য তৈরির দায়ে বনফুল অ্যান্ড কোংকে ৩০ হাজার টাকা, হান্ডি রেস্টুরেন্টের মালিককে ২৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফেরদৌসী ফার্মেসির মালিককে ২০ টাকা এবং নাদিয়া ফার্মেসি, সানমুন সার্জিকেল সাপ্লাই ও ফার্মেসিকে যথাক্রমে ১৫ ও ১০ টাকা টাকা জরিমানা করা হয়।

এছাড়া জামালপুর সদর উপজেলায় এক প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার, রাজবাড়ি সদর উপজেলার তিন প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার, ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলায় ৬ প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার, সাতক্ষীরা সদর উপজেলায় ৪ প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ২ প্রতিষ্ঠানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
একে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।