ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্ত্র-গুলিসহ আটক ১

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বগুড়ায় অস্ত্র-গুলিসহ আটক ১

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ককটেল, পিস্তল-গুলিসহ আসাদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ওমরদীঘি বাসস্ট্যান্ড এলাকার টাইগার স্পোটিং ক্লাব থেকে তাকে আটক করা হয়।



শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাইগার স্পোটিং ক্লাবে অভিযান চালিয়ে ১১টি ককটেল, ৩৬টি ছুরি, রামদা, বল্লম জব্দ করা হয়। এছাড়া ক্লাবের বাইরে রাখা প্রাইভেটকার থেকে একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় ক্লাব থেকে আসাদুর রহমানকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।