বগুড়া: বগুড়া শহরের চকযাদু রোড এলাকায় অভিযান চালিয়ে জেসমিন আক্তার (২১) নামে এক নারী মাদক বিক্রতাকে গ্রেফতার করেছে র্যাব। এসময় দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার ওই নারী সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ৭০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
বিকেল সাড়ে ৫টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ওই নারী মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/ওএইচ/জেডএস